Singapore skill training Centre (কন্সট্রাকশন ভিসায় সিঙ্গাপুর যাওয়ার পদ্ধতি "Singapore IPA (VISA) Prosses for Bangladeshi people")



সিঙ্গাপুর একটি ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র। এটি দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন ৬৯৯ বর্গকিলোমিটার। এর তটরেখার দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার। সিঙ্গাপুরের মোট জনসংখ্যা ৫৬,০৭,৩০০ (১১৩তম) এবং মাথাপিছু আয় ৯৩,৬৭৮  ডলার। এশিয়ার অন্যতম জনশক্তি চাহিদা সম্পন্ন দেশ সিঙ্গাপুর উন্নত শ্রম আইনে ভালো বেতন প্রদান করে, যার পরিমান বাংলাদেশী টাকায় ৭০,০০০/- থেকে ১ লক্ষাদিক হয়ে থাকে। বাংলাদেশের শ্রমিকদের জন্য এটি একটি ভালো সু্যোগ যা বাংলাদেশের শ্রমিকগন গ্রহন করে আসছে।

সিঙ্গাপুরের কন্সট্রাকশন ভিসা পেতে হলে প্রথমে বাংলাদেশে অবস্থিত যেকোন "সিঙ্গাপুর স্কিল টেনিং সেন্টার" হতে যে কোন ট্রেড থেকে একটি স্কিল সার্টিফিকেট অর্জন করতে হয় এবং উক্ত সার্টিফিকেট ও পাসপোর্ট সমন্বয়ে সিঙ্গাপুরের যেকোন কোম্পানিতে এপ্লাই করলে ভিসা প্রদান করে থাকে। ট্রেনিং সেন্টার গুলো স্কিল সার্টিফিকেট ও ভিসা প্রসেসিং এর কাজ করে থাকে। ট্রেনিং সেন্টার গুলো বেশির ভাগই সাভারের আশুলিয়ায় অবস্থিত।  উদাহরণ স্বরূপ "গোল্ডেন টাচ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার" এর ট্রেড কোর্স এবং যোগাযোগের ঠিকানা নিচে দেয়া হল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে কাজ করে আসছে।

GTC সেন্টারের ট্রেড কোর্স গুলো হলঃ

1. Cladding Installation:




এটি এলুমিনিয়াম এর ছয় প্যানেল ও একটি উইন্ডো বিশিষ্ট ডেমো প্রোজেক্ট, যা দেয়ালে ৩৬ রয়েল বোল্টের সাহায্য রানারের মাধ্যমে স্থাপন করা হয়। 


2. Door & Window Installation:


DWIT একটি উডেন বেইজড ট্রেড এখানে কাঠের দুই পাল্লার দরজা স্থাপন করতে হয়, যা পর্বে প্রস্তুতকৃত।

3. Enhance Timber Forwark (ETF)



ETF মূলত কাষ্টিং কাজে ব্যবহৃত টিম্বার ফর্মা


যোগাযোগঃ

গোল্ডেন টাচ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার

বি-বাংলা, গৌরীপুর, আশুলিয়া, ঢাকা-১৩৪১

ফোণঃ 01770877716

Centre Location: https://goo.gl/maps/tL8wzDqo5eQwxgij9 
















Comments